দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্ত নিয়ে কাজ করা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুম মুনিরা সভাপতি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিকুর রহমান সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সংগঠনের বর্তমান সভাপতি সিরাজুম মুনিরা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর স্বাক্ষরের মাধ্যমে উক্ত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন মশিউর রহমান ও সুলাইমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোহরাব উদ্দিন আহম্মেদ ও বিভাগের খাদিজা খাতুন। সাংগঠনিক হিসেবে সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজোয়ানা মিতিল মনোনীত হয়েছেন৷ এছাড়াও দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন, সহ-দপ্তর সম্পাদক মাসুদা জাহান, প্রচার সম্পাদক ওয়াসিফ আল আবরার, কোষাধ্যক্ষ হিসেবে হিতুয়ারা,সহ কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম খাতুন, আইন বিষয়ক সম্পাদক ফারহানা আফরিন, ইভেন্ট ম্যানেজম্যান্ট ইনসানুল ইমাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইজাজ আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,রক্তদান বিষয়ক সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল,শোভন হোসেন, সুবর্ণা খাতুন, মো:তানভীর,রমা বাড়ৈ কে মনোনীত করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি সিরাজুম মুনিরা বলেন,
নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তিমার প্রতিষ্ঠা। বর্তমানে যেমন আমরা ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকায় রক্তের যোগান দিয়ে থাকি, সামনেও যেন তা অব্যাহত থাকে সেটাই আমাদের চাওয়া। আমরা এমন একটি দিনের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি ঘরে একজন করে রক্তদাতা তৈরি হবে এবং রক্তের অভাবে কেও মারা যাবে না৷ রক্তিমা যেন বিশ্ববিদ্যালয়ে সেভাবেই কাজ করে যেতে পারে সেজন্য সচেষ্ট থাকবো এবং সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন,
আমাকে এই পদে মনোনীত করায় রক্তিমার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সাথে নিয়ে রক্তিমাকে যেন আরো ভালো ভাবে এগিয়ে নিতে পারি এবং আরো বৃহদাকারে মানুষের পাশে থাকতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব। এছাড়াও রক্তদানের পাশাপাশি মানবসেবা এবং সচেতনতা মূলক যে-সকল কাজ রক্তিমা করে আসছে সেগুলোও আরো ভালো ভাবে করার চেষ্টা করবো। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, রাজশাহীসহ বিভিন্ন জেলায় মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্ত নিয়ে কাজ করা সংগঠন ‘রক্তিমা’। বিনামূল্যে রক্তদান ছাড়াও থ্যালাসেমিয়া, ডেঙ্গু, রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক সেমিনার এবং মাতৃত্বকালীন সমস্যা সম্পর্কে মেয়েদের সচেতন করার পাশাপাশি নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রক্তিমা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version