দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর,মনিরামপুর ও কেশবপুর উপজেলার ভবদহের স্থায়ী জলাবদ্ধতায় ভুক্তভোগী
জনপদের পানি বন্দী মানুষের এনজিও- এর ঋণের কিস্তি নতুন ফসল না ওঠা পর্যন্ত বন্ধ রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৪ শেঅক্টোবর) দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি দল। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি জনাব রফিকুল হাসান উপ পরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয়, যশোর এর নিকট প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম উর রহমান, নাজিমউদ্দীন, জিল্লুর রহমান ভিটু, সাধন বিশ্বাস, উত্তম বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, বিগত একমাস আগে অতিবৃষ্টির কারনে যশোর জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ২শত পাঁচটি গ্রামের ৫ লক্ষাধিক জনগণ পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মাছের ঘের,ফসলের মাঠ,শাকসবজি খেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

ঘরের ভিতর,রান্নাঘরে ও গোয়াল ঘরে পানি উঠে যাওয়ায় রাস্তায় এসে ঠাঁই নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ এমতাবস্থায় ঋণের কিস্তি আদায়ের জন্য চাপ প্রয়োগ করে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানানো হয়েছে। পানি সরে যাওয়ার পর যখন নতুন ফসল ঘরে উঠবে তখন কিস্তি আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version