দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিন চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমনে মৃত্যু যেন থামছে না৷গত সোম ও মঙ্গলবার দুই রাতে দুই জনের মৃত্যু হয়৷হাতির আক্রমন করবে এবং মানুষ মরবে এই যেন দুই উপজেলায় নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে৷
কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. আকবর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়উঠান (৬ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীর পুর গ্রামের সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগের দিন আনোয়ারা উপজেলার গুচ্ছগ্রামে হাতির আক্রমণে হালিমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বটতলী গ্রামের চ্ছগুগ্রাম প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

দুই রাতে দুই উপজেলায় দুই জনের বন্য হাতির আক্রমনে মৃত্যু হওয়ায় উপজেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে৷কেউ কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে লিখতেছেন ‘দাবি একটায় কেইপিজেট এবং বন বিভাগের প্রতি হয় হাতিকে গুলি করে হত্যা করবে না হয় আমাদের গুলি করে হত্যা কর৷আমরা জীবনের বিনিময়ে টাকা চাই না?’ আবার কেউ কেউ লিখতেছেন
‘গতকাল আনোয়ারা আজ কর্ণফুলী বন বিভাগের টনক লড়বে কখন?’ বন্য হাতির আক্রমনে মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যেন প্রতিবাদ এবং সমালোচনার ঝড়৷

দুই উপজেলার জনসাধারন বলে আর কত মানুষ মরলে কেইপিজেট এবং বন বিভাগ বন্য হাতিগুলা অপসারণ এর উদ্যোগ নিবেন এবং আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন৷

জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কেইপিজেট দেয়াঙ পাহাড়ে ৫টি হাতির অবস্থান। খাবার ও পানির খোঁজে তারা পাহাড়ের আশপাশে বিচরণ করে। লোকালয় কাছাকাছি হওয়ায় এবং অনেক সময় মানুষ নানাভাবে তাদের উত্ত্যক্ত করায় তারা ভয় পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। কর্ণফুলী থানার এসআই মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি  অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এর আগে, গত ২৩শে সেপ্টেম্বর রাতে হাতির আক্রমণে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের কৃষক মো. দুলাল (৫০) ও বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহানা আক্তার (৩৮) এর মৃত্যু হয়। ২০১৮ সালের জুলাই থেকে এ পর্যন্ত ৬ বছরে হাতির আক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version