দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওয়াদুদ বাহিনীর বিরুদ্ধে।

জানাযায়, উপজেলার কামালের পাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের মদতে সন্ত্রাসী বাহিনী কর্তৃক আপন মিয়া (৩০) নামের এক যুবকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে প্রায় দু’লক্ষাধিক টাকা ক্ষতি স্বাধন হয়। সেই সাথে পরিবারের উপর হামলা চালায় এতে পরিবারের দুজন আহত হলে আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের স্বজনরা।

পরে এবিষয়ে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগির পরিবার আপন মিয়া। থানার অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুর সোয়া ১ টার দিকে পালের-পাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে হামলা চালায় আপনের বাড়িঘরে। এ সময় ইট ভাটার টুকরো দিয়ে বৃষ্টির মত বাড়ি ঘরে ঢিল নিক্ষেপ করে সন্ত্রাসী বাহিনী, তখন বাড়িতে পুরুষ সদস্য না থাকায় নারীদের উপর দুর্বৃত্তরা হামলার চেষ্টা করলে।

পরিবারের নারীরা ভয়ে পালিয়ে যায় সেই সুযোগে বাড়ির বাক্সের টিনের তালা ভেঙে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে । পরিবারের সদস্যদের অভিযোগ তারা অতর্কিতভাবে হামলা চালায়। হামলার আগে তার বাহিনীদের খিচুড়ির আয়োজন করে এরপর বাড়িতে এসে হামলা চালায় তারা।

তার ছেলে আবু কাওছার আবির এইসব দুর্বৃত্তদের নিয়ে অতর্কিতভাবে আপন মিয়া ও দুলাল মিয়াকে উপর হামলা করে এতে গুরুতর আহত হয়ে চিকিৎসার নিচ্ছেন সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আপন মিয়া ১৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

তারা হলেন, কামালের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ,তার ছেলে আবির,আখতারুজ্জামান লিটন, শহিদুল ইসলামসহ মোট ১৫ জন।

স্থানীয় ও স্বজনদের অভিযোগ,এই ভুক্তভোগী পরিবারের লোকের কাছ থেকে বিভিন্ন সময় জমি বিক্রি করে চাকরি প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো । পরে সেই টাকা ভুক্তভোগীরা চাইতে গেলে ভয় ভীতিসহ হুমকি প্রদান করেন ।

একইসাথে থানায় অভিযোগ করার পর থেকেই চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীরা প্রাণ নাশের হুমকি দিচ্ছেন তার পরিবার কে দাবী আপন মিয়ার।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত
চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version