সুনামগঞ্জ প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার অপসারণ না করার দাবিতে প্রেস ব্রিফিং করেছেন সুনামগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের কাজির পয়েন্টে তাহিরপুর সমিতির হলরুমে প্রেসব্রিফিংয়ে সংগঠনের নেতারা দাবি করেন ইউনিয়ন চেয়ারম্যানরা জনগণের প্রত্যক্ষভোটে নির্বাচিত হয়ে তৃণমূল নাগরিক সেবা বাস্তবায়নে কাজ করেন।
গণভুত্থানের পর থেকে অন্তবর্তিকালীন সরকারের নির্দেশনায় রাষ্ট্রীয় সংস্কারে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান মেম্বার অপসারণ হলে নাগরিক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ জীবন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসবে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমুলবাঁক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, রঙ্গারচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আব্দুল হাই, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সুরমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আমির হোসেন রেজা, বাদাঘাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহাম্মদ মোকাররম হোসেন প্রমুখ।