দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিসবটি উপলক্ষ্যে প্রথমে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস হাত ধোয়া কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এতে উপস্থিত শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার বিভিন্ন কলা-কৌশল দেখানো ও শিখানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা “আমি অঙ্গীকার করিতেছে, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিস্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব” এই শপথে দীক্ষিত হয়ে গণস্বাক্ষর পত্রে স্বাক্ষর করেন।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি মোক্তারপাড়াস্থ ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কাজী আমান উল্লাহ, সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাক, কলমাকান্দার প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী শাকিল সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল পড়ূয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version