মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি আমন মৌসুমে ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে জনসচেতনতার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। রোপণ পরবর্তী সময়ে পরামর্শের পাশাপাশি আবহাওয়া প্রতিকূল হওয়ায় মাজরা পোকার আক্রমণ বৃদ্ধির শঙ্কায় করণীয় ঠিক করতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। এতে কৃষকেরা সচেতন হবেন এবং ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখা যাবে বলে আশা কৃষি বিভাগের।
কটিয়াদী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কটিয়াদী উপজেলায় ৬ হাজার ৮৫ হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা থাকলেও, চাষ বেশি হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ধান চাষ হয়েছে ১৩ হাজার ৯০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ হাজার ৫ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। অধিকাংশ জমির দানা আসতে শুরু করেছে।
এর মধ্যে টানা কয়েক দিনের ভারী বর্ষণে ফসলের আবাদ ভালো হলেও মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকা আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে কৃষকদের আগাম সচেতন না করলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির ব্যবস্থাপনায় উপজেলা কৃষি বিভাগ নানা কর্মসূচী হাতে নিয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নানা দিক-নির্দেশনার পাশাপাশি কৃষকদের সচেতন করতে এবং করণীয় ঠিক করতে পরামর্শ প্রদানের পাশাপাশি লিফলেট বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। ইঁদুর ও পোকামাকড় দমন অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূইয়া,পৌর ব্লক উপসহকারী কৃষি অফিসার মইনুল ইসলাম।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষির জন্য সমৃদ্ধ এ উপজেলা। চলতি মৌসুমে এখানে আমনের ব্যাপক আবাদ হয়েছে। রোপণ পরবর্তী সময় থেকে কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। সম্প্রতি সময়ে আবহাওয়া প্রতিকূল থাকায় মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে। এমন আশঙ্কায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মধ্যে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়াাে পোকা দমনে লিফলেট বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে কৃষকদের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং আগাম ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করণীয় বিষয়ে ইঁদুর নিধন কৌশল সম্বলিত লিফলেট কৃষকদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূইয়া বলেন, বেশ কিছুদিন যাবত আবহাওয়া মেঘলা। এমন আবহাওয়া পোকা-মাকড়ের আক্রমণের অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে। তাই কৃষকেরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারেন এ উদ্দেশ্যেই লিফলেট সমূহ বিতরণ করা হচ্ছে। সার্বক্ষণিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসগন ছুটির দিনেও মাঠে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।