দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট প্রতিনিধি :

হালুয়াঘাটে গত চারদিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে এখন নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ইতোমধ্য উজানের পানি কমতে থাকালেও উপজেলার কৈচাপুর, ধুরাইল, স্বদেশী, নড়াইল, বিলডোরা, শাকুয়াইসহ হালুয়াঘাট সদর ইউনিয়নের নিম্নঞ্চলের বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, স্কুল,কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসাসহ অসংখ্য ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।  তলিয়ে গেছে কৃষকের শত শত হেক্টর ফসলি জমি। বিভিন্ন পুকুর তলিয়ে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অপরদিকে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট।

ঘরের মধ্যে পানি প্রবেশের কারনে রান্নার কাজও ব্যাহত হচ্ছে, তাই অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে বন্যার্তরা। মানুষের এতো দুর্ভোগেও নেই পর্যাপ্ত ত্রাণ তৎপরতা। বন্যা কবলিত মানুষেরা সেখানে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর জোর দাবী জানান। স্থানীয়রা বলছেন, চারদিক পানিতে থইথই করছে। বাড়ি থেকে বের হওয়ার রাস্তাও রয়েছে পানির নিচে।

সোমবার সকালে উপজেলার বন্যা নিম্নঞ্চল ঘুরে দেখা গেছে, কংশ, ইছামতি নদীর পানি উপচে উপজেলার জুগলি নয়াপাড়া, ধুরাইল ডুবারপাড় ও চরগোরকপুর, কৈচাপুর ইউনিয়নের বড়খালেরপাড়, যোকাবিলেরকান্দা, নগরিয়াকান্দা, গাঙ্গিনারপাড়, গুনিয়ারীকান্দা ও ধারা ইউনিয়নের মুকিমপুর,হালুয়াঘাট সদও ইউনিয়নের কালিয়ানিকান্দা, সাপমারিকান্দা, নড়াইল ইউনিয়নের কাওয়ালীজানসহ আশপাশের অনেক গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মো: এরশাদুল আহমেদ জানান, সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা অব্যাহত রয়েছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version