দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ই অক্টোবর ) সকাল ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন দুর্গোৎসকে নির্বিঘ্নে, নিরাপত্তাব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

মতবিনিময় সভায় মৌলভীবাজার বিএনপির সভাপতি ও -৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান সহ জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির-সেক্রেটারি, বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আজকের এই মতবিনিময় সভায় প্রতিমা বিসর্জন, কুলাউড়ার কাদিপুর ও রাজনগরের পাচগাঁও মন্দিরসহ গুরুত্বপূর্ণ মন্দিরের নিরাপত্তা, মৌলভীবাজার শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, সমন্বিত নিরাপত্তা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version