দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণায় জেলার সাংবাদিকদের অংশগ্রহণে ‘ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ; সার্বিক পরিস্থিতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এ কর্মশালার আয়োজন করে। এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ‘ভয়েস’ এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। এ সময় তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির বর্তমান আধুনিক যুগে ইন্টারনেট মানুষের জীবনযাপনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ সারাবিশ্বে ব্যবসা-বাণিজ্য সহ শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও দৈনন্দিন কর্মকাণ্ডের ক্ষেত্রে ইন্টারনেট অত্যন্ত জনপ্রিয় ও অপরিহার্য মাধ্যম। ইন্টারনেটে মানুষের প্রবেশাধিকার যদি সাময়িক সময়ের জন্য হলেও বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও মতপ্রকাশের অধিকারসহ প্রায় সব বিষয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

বর্তমান যুগে ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি ইন্টারনেট শাটডাউনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশের সরকার নানা ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় ইন্টারনেট বন্ধ করে থাকে। সরকার বা একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষায়ও ইন্টারনেট বন্ধ করার মতো হাতিয়ার ব্যবহার করা হয়। নির্বাচনের সময় বা আগে, প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ সামাল দিতে এবং বিকল্প মতামত প্রকাশ ও প্রচার ঠেকাতে এ ধরনের উদ্যোগ নিতে দেখা যায়, যা গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থি।”

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, এনগেইজ মিডিয়া ও ডিজিটালী রাইটস্ এর ইন্টারনেট বিশেষজ্ঞ আশরাফুল হক। তিনি ‘ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ: সার্বিক পরিস্থিতি’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের মধ্যদিয়ে বিভিন্ন তথ্য সহ ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ‘ভয়েজ‍‍’ এর ম্যানেজার (ফিন্যান্স এন্ড এডমিন) শান্তি পদ সাহা, গ্রোগ্রাম অফিসার ইসরাত জাহান তৃনা ও ইন্টার্ণ লামিয়া আফরোজ রিহা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version