দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো.মাসুম বিল্লাহ,ভালুকা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বরাবর এই স্মারকলিপি প্রদান করছেন ভালুকার সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়েছে, শিক্ষা- সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার প্রবেশদ্বার ও নানা ঐতিহ্যে ভরপুর উপজেলা ভালুকা। একটা অগ্রসরমান সমাজের জন্য বইপড়া, দেশীয় শিল্প-সাংস্কৃতিতে মননশীতার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা অতি প্রয়োজন। ভালুকার বইপ্রেমী, সাহিত্যচর্চায় সৃষ্টিশীল জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বঞ্চিত হচ্ছে লাইব্রেরি না থাকায় আর এ কারনে ভালুকা পাবলিক লাইব্রেরীর” প্রয়োজনীয়তা উপলব্ধি করছে সচেতন মহল। ভালুুকায় এক সময় সাহিত্য-সংস্কৃতি চর্চায় পাবলিক লাইব্রেরি ছিলো সরগরম এবং অসংখ্য বইয়ে সমৃদ্ধ ছিলো এই পাঠাগার। কি কারন কিংবা কাদের অবহেলায় ভালুকা পাবলিক লাইব্রেরী আজ হারিয়ে গেছে তা অজানা। মননশীলতার চর্চা সমৃদ্ধ ও প্রয়োজনীয় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপন আজ সময়ের দাবী।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ময়মনসিংহ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও আনন্দ টিভির ভালুকা উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, যুবদল ভালুকা উপজেলা সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, ভালুকা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী, ভালুকা ছড়া সংসদের সদস্য সচিব কবি ও সাংবাদিক আবুল বাশার শেখ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version