ফেনী প্রতিনিধি:
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করায় দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বি আর ই বি ও পবিসের একীভূত করণ(অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য) এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন৷
এসময় বক্তব্য রাখেন,ফেনী পবিসের জেনারেল ম্যনেজার জনাব হাওলাদার মো: ফজলুর রহমান, ডেপুটি জেনারেল ম্যনেজার বলাই মিত্র,ডেপুটি জেনারেল ম্যনেজার সনত কুমার ঘোষ,ডেপুটি জেনারেল ম্যনেজার জাহাংগীর আলম, এজিএম (ওএন্ডএম) আকাশ কুসুম বড়ুয়া।
এসময় জেনারেল ম্যনেজার জনাব হাওলাদার মো: ফজলুর রহমান বলেন,আমাদের দুটি দাবির মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল জুনিয়র ইঞ্জিনিয়ার/সহ:জুনিয়র ইঞ্জিনিয়ার, সকল ইসি/এইসি, বিলিং সুপারভাইজার, স্টোর কিপার, সকল ওয়্যারিং পরিদর্শক, সকল লাইনক্রু, সকল এম আর সিএম, বিলিং সহকারী সহ অন্যান্য স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।