দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর  ইউনিয়নের বন্যা কবলিত  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর  শুক্রবার বিকালে -মনোহরপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দুলর্ভপুর  ইউনিয়নের মনোহরপুর এলাকার বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ও শিবগঞ্জ   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ অন্যরা।

সদর ও শিবগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে মোট ৪০ মেট্রিক টন চাল মোট ৪ হাজার পরিবারকে বিতরণ করা হবে । আজ থেকে বিতারণ শুরু হয়েছে পর্যায়ক্রমে চাহিদা প্রস্তত করে ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন সদর ও শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version