জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলে বিগত ২০১৬ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদেী হাসান এ খালাস আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে বিভ্রান্তি মূলক আখ্যা দিয়ে ঐ বছরের ২৪ ডিসেম্বর জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের মো.ইউসুফ ফারুকীর মো. রায়হান ফারুকী ইমাম নামে এক ছাত্রলীগ নেতা বাদি হয়ে বিএনপির দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানাহানির মামলা দায়ের করেন।

তবে এ মামলার বাদি আদালতে উপযুক্ত কারণ উপস্থাপন ছাড়া দীর্ঘ দিন অনুপস্থিত এবং মামলার কোন তদবির না করায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে আদালত মামলাটি খারিজ করে অভিযুক্ত বেগম খালদা জিয়াকে খালাস প্রদান করেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী এড. ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version