জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল জেলায় গ্রাম আদালতে চলতি বছরের আট মাসে মামলা হয়েছে ৩৭৫টি। একই সময়ে ক্ষতিপূরণ আদায় হয়েছে প্রায় সাড়ে ২২ লাখ।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অংশীজন নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মো. জিনারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান।

কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে ধারণা, গ্রাম আদালতে কোন কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয়, গ্রাম আদালত কীভাবে গ্রামের সাধারণ গ্রামের সহায়তা করতে পারে এসব বিষয়ে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত কীভাবে আরও কার্যকরী করা যায়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন পরামর্শ দেন।

এসময় কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক শামীমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মো. রওশন আলী প্রমুখ।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নড়াইলের ৩৯ টি ইউনিয়নে গ্রাম আদালতে ৩৭৫ টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি ১২৫ টি ও ফৌজদারি ২৫০টি। এসব মামলায় ২২ লাখ ২৩ হাজার ২শ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version