দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নেত্রকোনা জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। রবিবার সকাল ১১টায় নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নবাগত পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পর পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পুলিশ বিভাগে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

ইতিমধ্যে নানা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হচ্ছে। দেশে এখনো আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে ও নিরাপদে পালন এবং দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকসহ সর্বস্তরের লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version