সিলেট সুবিদ বাজার প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মানববন্ধনের আয়োজন করে সিলেট জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নিত করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে প্রাথমিক শিক্ষকদের এক দফা এক দাবি।

প্রাথমিক সহকারী শিক্ষকরা বক্তব্যে বলেন, সরকরি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভাগের অষ্টম শ্রেণী পাস গাড়ি চালকের বেতন ১২ তম গ্রেডে। সেখানে আমরা প্রাথমিক সহকারী শিক্ষকরা জাতির মেরুদণ্ড গড়ার কারিগর আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ( ২য় বিভাগ ) আমাদের বেতন গ্রেড ১৩ তম। ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নিত করার জন্য জোর দাবি জানাই অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে।

এতে উপস্থিত ছিলেন, মানববন্ধন সমন্বয়কারী সহকারী শিক্ষক হাম্মাদুর রহমান, ইমরান উদ্দিন চৌধুরী, শামীমা নাসরিন সাথী, রফিক আহমদ, সাহেদ আহমেদ ও সুমা দেব পিংকি।

এছাড়াও সিলেট জেলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version