মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা ) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা আটপাড়ার বানিয়াজান গ্রামের সাব্বির মিয়া এবং নারাচাতল গ্রামের রুপ্তন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নেত্রকোণা জেলা প্রশাসন। ১৮ সেপ্টেম্বর সকাল ১২ টায় শহীদ পরিবারের সাথে নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস এর সভাপতিত্বে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ মত বিনিময় সভায় শহীদ পরিবারের সাথে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে রুপ্তন মিয়ার পরিবারকে পঁচিস হাজার টাকার চেক এবং প্রত্যেক নিহত পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক বলেন, আন্দোলনে নিহত এবং আহতদের পাশে সরকার সবসময় আছে এবং বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র এবং প্রশাসন সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চেক হাতে পেয়ে রুপ্তন মিয়ার স্ত্রী জানান, সরকার আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। সরকারের এমন কার্যক্রম আমাদের অসহায় পরিবারগুলোর জন্য আশার সঞ্চার করবে।

Share.
Leave A Reply

Exit mobile version