ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকারের উন্নতমানের শাড়ী, মোবাইল ডিসপ্লে এবং কসমেটিকস সামগ্রী। গত রবিবার বিকেলে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ দল জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান এই ভারতীয় পন্য উদ্ধার করে। গত সোমবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সিলেট হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান এই পন্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পন্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ী ১২০ পিস, মোবাইল ফোনের ডিসপ্লে ১,৫৭৬ পিস এবং কসমেটিকস সামগ্রী ৩০০৮ পিস। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি, ২২ লাখ, ২৩ হাজার ২০০টাকা। উদ্ধারকৃত পন্য বিজিবির হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version