দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

“তুমি কে আমি কে, রাজাকার রাজাকার” স্লোগান ছাত্রজনতার আন্দোলনের প্রধান মোড় বলা হয়।   এই স্লোগানের মধ্য দিয়েই স্বৈরাচার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পদত্যাগের আন্দোলন বেগবান হওয়া শুরু হয় । এই ঐতিহাসিক স্লোগানকে বিকৃতির মাধ্যমে ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হচ্ছে অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লেকপাড়, অর্ঘ্য চত্বর, জয় বাংলা চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মেইন গেটে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার “, “কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার “, ” আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, ২৪ এর ইতিহাসের বিকৃতি মেনে নেওয়া হবে না ” সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ” প্রিয় ভাইয়েরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কারোর বক্তব্য শোনার জন্য নয়।আমরা উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য । আপনারা জেনে থাকবেন আমার ভাইয়ের রক্তে দিয়ে লেখা ইতিহাস কে বিকৃত করার চেষ্টা করছে দালালেরা। দালালদের হুশিয়ার করে বলে দিতে চাই দালালী করে ইতিহাস বন্ধ করা যাবে না। দালালী করে ৪৭,৫২,৭১ এর ইতিহাস বন্ধ করতে পারেন নাই, তাই ২৪ এর ইতিহাস বন্ধ করার পায়তারা করবেন না। ২০১১ সালে লিবিয়া, ইয়েমেন, মিশররে আরব বসন্ত লেগেছিল। আমাদের ২০২৪ সালের বসন্ত লেগেছে আবু সাঈদ এর শহীদ হওয়ার মধ্য দিয়ে। দালালদের আবারও বলে দিতে চাই ইতিহাস বিকৃত করার চেষ্টা করবেন না, তাহলে অস্তিত্ব থাকবে না। ২৪ এর শহীদের রক্ত দিয়ে কেনা এই দেশ তাই এই দেশে থেকে দালালী করতে পারববে না। যদি দালালী করতে হয় তাহলে দিল্লি যেয়ে দালালী করো। যে দালালী করতে আসবে তার পিঠের চামড়া থাকবে না।”

তিনি আরও বলেন, ” কেউ যদি দালাল হয়ে এই দেশে ফিরে আসতে চাই আমরা তাহলে বার বার বিপ্লবী হয়ে ফিরে আসবো।”

বিক্ষোভ মিছিলে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা বলেন,” যুগে যুগে যারা পরাজিত শক্তি তারা ইতিহাস বিকৃত করে ফিল আসতে চেয়েছে। সুতরাং আমরা এই সুযোগ তাদেরকে কখনোই দিব না। আপনারা জানেন যারা পরাজিত শক্তি লুকায়িত শক্তি ভন্ড দালাল তারা খোলস পরিবর্তন করে ভিন্ন নামে এই ক্যাম্পাসে আসা শুরু করেছে। সেই সকল দালালদের বলে দিতে চাই এই দেশের ছাত্রজনতা এখনো ঘুমিয়ে যায় নাই। তাদের ভাই রক্ত দিয়েছে,তাদের ধমনিতে আবু সাঈদ, মুগ্ধের রক্ত বয়ছে, তাই তাদের রক্ত বিথা যেতে পারে না। তাই হুশিয়ারি করে বলে দিতে চাই যারা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছেন তারা সাবধান হয়ে যান। নাহলে এই ছাত্র সমাজ আপনাদের পিঠের চামড়া তুলে দিবে।

প্রসঙ্গত, জুলাইয়ের ১৪ তারিখে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে ছাত্রসমাজ । দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে শুরু হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান। এই স্লোগান থেকেই মুলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন অনন্য মাত্রা পায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version