নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের নবনিযুক্ত পরিচালক আফসানা বেগম কে এ্যাডভোকেট মহিউদ্দিন পাঠাগার (এমপা), সংকল্প পাঠাগার (সপা), বাংলাদেশ পাঠাগার ও পাঠক ফোরাম (বাপাপাফো) এর পক্ষে এ্যাড.মহিউদ্দীন আহমেদ (শাহীন) এর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকার গুলিস্থান জাতীয় গ্রন্থ ভবনে পরিচালক কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত পরিচালক আফসানা বেগম শুভেচ্ছা জানান এ্যাডভোকেট মহিউদ্দিন পাঠাগার (এমপা), সংকল্প পাঠাগার (সপা), বাংলাদেশ পাঠাগার ও পাঠক ফোরাম (বাপাপাফো) এর নেতৃবৃন্দ।

এ সময় পাঠাগার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,এ্যাড.মহিউদ্দীন আহমেদ (শাহীন), মোঃ রিয়াদুল ইসলাম (রিয়াদ), এ্যাড. সাদিকুল ইসলাম, মোঃ শিহাব হোসাইন, শাহাদাত হোসেন প্রমূখ।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের নতুন দায়িত্ব নেওয়া আফসানা বেগমের সাথে প্রাণবন্ত সৌজন্য সাক্ষাতে পাঠাগার সংগঠক এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) বেসরকারি প্রায় আড়াইহাজার পাঠাগারের অবস্থা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রত্যেক পাঠাগারে একজন সহকারী গ্রন্থাগারিক সরকারিভাবে নিয়োগ দানের দাবীর বিষয়টি জোড় দিয়ে উল্লেখ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version