তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুল ছাত্রী স্বর্ণা দাস হ’ত্যা ও সীমান্তে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে এই মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির, শাহান আহমদ, উসমান আলী, জাকারিয়া হোসেন ইমন প্রমুখ।

‘ফেলানি থেকে স্বর্ণা দাশ, সীমান্তে আর কত লাশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে সীমান্তে ভারতের আগ্রাসন নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। তারা সীমান্তে বিএসএফ কর্তৃক নির্বিচারে গুলি করে হ’ত্যা বন্ধের জোরালো দাবি জানান।

Share.
Leave A Reply

Exit mobile version