লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ “জেগে উঠো পীরগঞ্জবসী, সবার মুখে ফুটবে হাসি” শ্লোগানকে সামনে রেখে এলাকায় মাদক নির্মূল করার লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর সভার ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার দক্ষিন বথপালিগাঁওয়ে এক সুধী সমাবেশের মাধ্যামে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক করা হয়েছে জুয়েল ইসলাম মনিকে। যুগ্ন আহবায়ক হয়েছেন জহিরুল ইসলাম, কামরুল, জামান ও নবাব। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সুমন আলী। সদস্য রিপন আলী, মিন্টু,ফয়সাল ও কাজল। ওয়ার্ড কাউন্সিলর দবিরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন, পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, কৃষক দলের সভাপতি শামসুল আলম, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, ছাত্রদল নেতা হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম, জুয়েল ইসলাম প্রমূখ।