মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও কর্মচারীর নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।

রবিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান  ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি সদস্য সচিব মোঃ আফজল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিফুল ইসলাম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে মেরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।

শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে খামার নকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল মিয়া ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে খামার নকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার এবং শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক ক্যাটাগরিতে দশপাখি পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও শিক্ষার্থী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ  কাব শিশু দশপাখি পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী  সামিয়া ইসলাম মীম নির্বাচিত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version