স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ পৌর শহরের সবজি বাজার, মুদিদোকানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা করা হয়েছে। ২৯ আগষ্ট  বৃহস্পতিবার দপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভেজাল খাদ্য দ্রব্য পরীক্ষার মাধ্যমে জেল জরিমানা করা করছে এই ভ্রাম্যমাণ আদালত।  গত বুধবার শহরের অভিজাত রেষ্টুরেন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অ্যাম্ব্রসিয়া রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় উপস্হিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: শরীফ উদ্দিন,  ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল আমীন,  জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ল্যাব টেকনেশীয়ান ফারজানা খানম মীম প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version