আমিনুল হক, সুনামগঞ্জ
সচিবালয়ে আনসার সদস্য কর্তৃক শিক্ষার্থীদের মারধর, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের প্রতিবাদ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এমএ বারী, উসমান গনী, বায়েজিদ আহমেদ, উম্মে তাবাসসুম প্রমুখ।
এ সময় তারা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা সরকার ও দেশকে অস্থিতিশীল করতে নানা ছদ্মবেশ আত্মপ্রকাশ করে ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে যে কোনো মূল্যে সমুন্নত রাখা হবে।
এ সময় আনসার সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান শিক্ষার্থীরা।