মশিউর রহমান, জামালপুর:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে লুটপাট, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) উপজেলা শাখা।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার গেট থেকে মিছিল শুরু হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা-উপজেলার নেতারা বক্তব্য রাখেন।
জামালপুর জেলা কমিটির সভাপতি মাজাহারুল হক বলেন, দেশের সকল অরাজকতার দ্রুত নিয়ন্ত্রণ জরুরি। ৫ আগস্টের আগে-পরে সকল হত্যার বিচার করতে হবে।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহাম্মদ খান মানিক মিয়া বলেন, আমরা বিএনপির আমলে হাওয়া ভবন দেখেছি, আওয়ামী লীগের আমলে একই ধরনের লুটপাটের চিত্র দেখেছি। দেশের শান্তি ফিরিয়ে আনতে বাংলাদেশে কমিউনিস্ট পাটিকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিপিবি’র ভারপ্রাপ্ত সভাপতি কবি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর ইসলাম প্রমুখ।