বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

নিরাপত্তার স্বার্থে তিন সমন্বয়ক ডিবি হেফাজতে: ডিবি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নিয়েছে ডিবি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এ সময় তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাঁদের তুলে নেওয়া হয়। নাহিদের বোন ফাতেমা তসলিম সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

তিনি বলেন, সাদা পোশাকের কিছু লোক আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে তাঁদের দুজনকে তুলে নিয়ে যায়। তখন তাঁরা দুজন অসুস্থ ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version