শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

পিয়নের চাকরি করেই কোটিপতি জাহাঙ্গীর

বরিশাল সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী (পিয়ন) জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সামান্য পিয়ন পদে চাকরি করেই অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি। দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। সদর উপজেলার চরবদনা মৌজায় তার স্ত্রী নাছিমা বেগমের নামে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪২ শতাংশ জমি ছেলেদের নামে কর্নকাঠি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাশে ১ কোটি টাকা মূল্যের ১৯ শতক জমি এবং মেয়েদের নামে শায়েস্তাবাদ সুরভী কোম্পানির মাছের ঘেরের পাশে ৪০ লাখ টাকার মূল্যের ৭০ শতক জমি এছাড়া পশুরী কাঠী ও চরহোগলা মৌজায় একাধিক জমি ক্রয় করেছেন। তার বিরুদ্ধে সোমবার (৮ জুলাই) দুনীতি দমন কমিশন (দুদক)বরাবর অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী।

জাহাঙ্গীর হোসেনের বাড়ি সদর উপজেলার পশুরী কাঠি এলাকায় । তিনি ওই এলাকার মৃত আলতাফ উদ্দিন ভুঁইয়ার ছেলে।

জানা গেছে,প্রায় ২৯ বছর আগে বরিশাল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পিয়ন পদে চাকরি পান তিনি ।এরপর থেকেই কোটিপতির বনে যান তিনি। বর্তমানে তার নিজ এলাকায় পশুরীকাঠিতে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

সম্প্রতি চরমোনাই ফেরিঘাটের সাথে ২১ শতাংশ জমিতে পাঁচতলা ভবন নির্মাণের কাজ চলে। তার জমির সাথে সড়ক বিভাগের জমিতে কিছু স্টল রয়েছে সেগুলো উচ্ছেদ করে সেই জমিও নিজের দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর এসব কাজে তাকে টাকার বিনিময়ে সহযোগিতা করছে স্থানীয় কিছু ক্যাডার বাহিনী।

ফেরিঘাট এলাকার মুদী ব্যবসায়ী খবির খান,রাসেল মোল্লা, মোখলেসুর রহমান, শাহ আলম খান,ফারুক হোসেন খান,রাজ্জাক সিকদার বলেন,আমরা ১৩ বছর ধরে সড়ক ও জনপদের জমিতে দোকান চালিয়ে এসেছি। কিছুদিন আগে পিয়ন জাহাঙ্গীর সড়ক ও জনপদের জমির পাশে ২১ শতাংশ জমি ক্রয় করে সেখানে পাঁচতলা ভবন নির্মাণ করা শুরু করেছে।আমাদের দোকান সরকারি জমিতে সরকারের যখন জমির প্রয়োজন হবে তখন আমরা জমি ছেড়ে দিবো। কিন্তু জাহাঙ্গীর সরকারি জমি থেকে আমাদের দোকান উচ্ছেদ করে নিজের দখলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিয়ে আসছেন।এছাড়া আমাদের দোকানের চারপাশ আটকিয়ে রাখছে।

এতো টাকার উৎস কোথায় জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া বলেন,টাকা সব অন্য মানুষের এই বলে ক্যামেরার সামনে থেকে চলে যান।

জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া জানান,জাহাঙ্গীর হোসেনের সম্পদের বিষয় আমার জানা নেই। দুনীতি দমন কমিশনে অভিযোগ হলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবে।

গত সপ্তাহের হট টপিক

জবি উপাচার্য নিয়োগ আলোচনায় শীর্ষে অধ্যাপক ড. পেয়ার আহমেদ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার ১৯ বছরে পদার্পণ...

জবি অধ্যাপক রইছ উদ্দিনকে নিয়ে বানোয়াট সংবাদ, শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য পদে আলোচনায় থাকা ইসলামিক...

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কে. এম. সাখাওয়াত হোসেন : ‘অভাব নয়, সীমাহীন লোভই...

দুর্গাপুরে রাস্তার প্যালাসাইডিং প্রকল্প মেম্বারের পুকুর পাড়ে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি - নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে...

গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে...

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ড. ইউনূসের

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান...

ঋণ নয় ক্ষতিপূরণ চাই, পৃথিবী বাঁচাই, নিজে বাঁচি

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- ' মিলিয়ন নয় বিলিয়ন ডলারে...

দুর্গম পাহাড়ে সন্ত্রাসী আস্তানার সন্ধান, অস্ত্র-ড্রোন উদ্ধার

বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল দোপানিছড়া এলাকায় সন্ত্রাসী আস্তানা...

সিলেটে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে

সিলেট সুবিদ বাজার প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মানববন্ধনের...

মোবইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্নহত্যা

লিমন সরকার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ মোবইল ফোন কিনে না...

সাপাহারে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ: নওগাঁর সাপাহারে নিজ পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ...
Exit mobile version