মনিরুজ্জামান খান: গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরেকজনসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী।
আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
মঙ্গলবার(২ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের হ্যালিপ্যাড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ গাইবান্ধা শহরের একোয়েস্টেট পাড়ার সামছুল হকের ছেলে। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা নামের একটি বাস হ্যালিপ্যাড সংলগ্ন স্থানে পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে রক্ষা করার জন্য জরুরি ব্রেক করে ড্রাইভার। বৃষ্টি ভেজা রাস্তা হওয়ায় বাসটি সেখানেই উল্টে কিছুদূর ছেঁচড়ে যায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
এদিকে দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।