ঝিনাইদহের মহেশপুরে কৃষকের মাছ ধরার ফাঁদে রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। সাপটির দৈর্ঘ্য সাড়ে ৩ ফুট। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে ভারতের সীমান্তবর্তী ইছামতি নদীতে সাপটি ধরা পড়ে। পরে পুরস্কারের আশায় সাপটি জীবিত উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা।