শুক্রবার, জুন ২৮, ২০২৪

ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ছিল।

২৭ই জুন(বৃহস্পতিবার) সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার হানিফ আলী জানান- বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকা পাড় হয়। এরপর কিছুদূর এগিয়ে যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এদিকে ইঞ্জিন বিকলের ঘটনায় এই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে।

স্টেশন মাস্টার আর ও জানান-উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়।ট্রেন থেকে বিকল ইঞ্জিন কেটে নিয়ে সচল ইঞ্জিন লাগানো হলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।এখন উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security