বুধবার, জুন ২৬, ২০২৪

নওগাঁয় প্রধান বিচারপতিকে সংবর্ধনা

নওগাঁ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতা অটুট রাখতে হবে। এর দ্বারা ন্যায়বিচার ত্বরান্বিত হবে।

তিনি মহান মুক্তিযুদ্ধে আইনজীবীদের অনন্য ভূমিকার ভূয়শী প্রশংসা করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

প্রধান বিচারপতি ন্যায় বিচার নিশ্চিতে বিচারকগনের পাশাপাশি আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। বিকল্প বিচার পদ্ধতির এবং আপোষের মাধ্যমে দ্রুত দেওয়ানী মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানান।

নওগাঁয় আইনজীবীদের সাথে বিচারকদের বর্তমান সুসম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলসহ বিচারকবৃন্দ ও আইনজীবীগণ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security