নওগাঁ জেলা জজ আদালতেীর প্রবেশপথে গতকাল বিকেলে বিচার প্রার্থীদের বসার স্থান “ন্যায়কুঞ্জের” আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি মোঃ ওবায়দুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, জেলা ও দায়রাজজ আবু শামীম আজাদ, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল সহ সকল বিচারকবৃন্দ।

পরে প্রধান বিচারপতি সেখানে একটি বকুল ফুলের গাছ রোপণ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আদালতে আগত বিচারপ্রার্থীরা ন্যায়কুঞ্জে বসে বিশ্রাম, টয়লেটের সুবিধাসহ দুগ্ধপোষ্য সন্তানদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর দ্বারা ন্যায়বিচার ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সন্ধ্যায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।

Share.
Leave A Reply

Exit mobile version