রবিবার, জুন ২৩, ২০২৪

মদনে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে পাহাড়ি ঢল ও উজান থেকে পানি নেমে আসায় সার্বিক বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে।

শুক্রবার ২১ জুন বিকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন এবং মাঘান ইউনিয়নের দুর্গত এলাকা পরির্দশন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

এ সময় অন্যানদের মধ্যে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া,সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির৷ গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, এস আই মোঃ হারুন অর রশীদসহ গণ মাধ্যম।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security