শুক্রবার, জুন ২১, ২০২৪

গোয়াইনঘাটে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের ত্রাণ বিতরণ

সিলেটে আকষ্মিক বন্যায় আক্রান্ত গোয়াইনঘাটের মানুষ। ঈদের দিন থেকে পানি বন্দী হয়ে ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্যাভাবে ভোগছেন পানি বন্দী বন্যার্তরা। বাড়ি-ঘরে পানি উঠায় রান্নার ব্যবস্থা নেই পানি বন্দী মানুষের। এমন অবস্থায় পানি বন্দী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
বৃহস্পতিবার (২০জুন) সিলেটের পানি বন্দী মানুষদের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুড়ি, চিড়া, চিনি, লাইটার, মোমবাতি, বিস্কুট পানির বোতল, প্রয়োজনীয় ঔষধ, গুড়া দুধ বানভাসিদের বাড়ি বাড়ি পৌঁছে দেন তারা।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে ছাত্রলীগ। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা দিপু ধর,মান্না,সঞ্জয় দত্ত, অমিত জিৎ,সজিব দে,সাইফুল ইসলাম মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ নন্দিরগাও ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ,জিয়া,ইমাম,ফাহিম,শাহাবুদ্দিন,তানভির, ফাহাদ,শিপু, সোহাগ,লোকমান, মামুন প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security