বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪

বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙে শতাধিক বাড়ি প্লাবিত

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বুড়িতিস্তা নদীর বাম তীর বাঁধটি বন্যার পানিতে ভেঙে সুন্দর খাতার প্রায় শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতের ফলে বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙে ক্ষতিগ্রস্থ হওয়ায় অত্র এলাকার কৃষকের আমন ধানের চারা তলিয়ে গেছে তৎসঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন সবজীর ফসল।

এলাকাবাসীদের দাবী বুড়িতিস্তা নদীর বাম তীর বাঁধটি দ্রুত সংস্কার করা হোক তা না হলে কৃষি জমিতে কোন ফসলেই চাষাবাদ করা যাবে না। ইতি পূর্বে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বাঁধটির ভাঙা অংশ মেরামত করে। বর্তমানে বাঁধের উজানে ছুই ছুই পানি সেই পানির জোয়ারের ফলে কিছু জায়গায় ধস নেমেছে।

স্থানীয়রা জানান, বুড়ি তিস্তা নদীর মুল বাঁধের ৬০ মিটার ভেঙে যায়। বুড়ি তিস্তা নদী খনন সহ বাঁধটি দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে উঁচু করলে নদীর পানি ফসলি জমিতে ঢুকতে পারবে না। অত্যন্ত ১০/১২ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ওই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে।বাঁধটি ভেঙে যাওয়ায় এসব গ্রামের হাজারও মানুষ বিপাকে পড়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী আলী বলেন, ঐ এলাকার বাঁধটি ভেঙ্গে যাওয়া অন্তত এক হাজার বিঘা জমি সাময়িক পতিত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহযোগীতা করা হবে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, বাঁধ ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security