অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ গ্রাউন্ডফ্লোরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে “বৈষম্যমূলক” আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দাবি করেন। তারা আরো বলেন, বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন অতিদ্রুত প্রত্যাহার করা না হলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনে যাবো।
প্রয়োজনে ক্লাস বর্জন করব। যেসময় আমাদের পাঠদান ও গবেষণা কার্যক্রমে মনোনিবেশ করার কথা কিন্তু আজ আমাদের এর জন্য আন্দোলন করতে হচ্ছে। তারা আরো বলেন, ‘একজন মানুষ একটি পেশায় আসার সময় অবসরোত্তর আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে।
কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আর আসতে চাবে না। ফলে ভবিষ্যৎ প্রজন্ম বড় ক্ষতির সম্মুখীন হবে। তারা গুণগত শিক্ষা পাবে না। দাবির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী বলেন, ‘ আগামী ২৮ই মে দুই ঘন্টা ও ৪ই জুন অর্ধ কর্মদিবস, আমাদের কর্ম বিরতি থাকবে, উল্লেখ্য কর্ম বিরতি সময় শুধু মাত্র পরীক্ষা চলমান থাকবে। এবং দাবি বাস্তবায়ন না হলে ফ্যাডারেশন যে কর্মসূচি ঘোষনা করবেন, সেই আলোকে আমরা আমাদের ভবিষ্যত কর্মসূচি বাস্তবায়ন করবো’।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন,” আগামী ২৮ই মে দুই ঘন্টা ও ৪ই জুন অর্ধ কর্মদিবস, আমাদের কর্ম বিরতি থাকবে, এবং আমাদের দাবী বাস্তবায়ন না হলে সারা বাংলাদেশে ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে’। শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড. বাতেন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।