বুধবার, জুন ২৬, ২০২৪

টাঙ্গাইলের এম কে টি ব্রিকসে ট্রাক্টরে পিষ্ট ১ যুবক

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তীরছা এলাকার এম কে টি ব্রিকসে ট্রাক্টরে পিষ্ট হয়ে ১ যুবক নিহত হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড না দূর্ঘটনা এমন প্রশ্ন এখন টক অফ দা টাউন।

ঘটনাটি আজ ২৩ মে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১.৩০ এ সময় ঘটে বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় উপজেলার ভারড়া ইউনিয়নের শহিদুলের ছেলে রনি (১৭) ঘটনাস্থলেই মারা যায়।

দুপুর ১২ টার দিকে ট্রাক্টরে পিষ্ট যুবককে কয়েকজন ট্রাক্টর শ্রমিক রনিকে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিমা ও আবাসিক ডাক্তার মো.ফরহাদ রেজা তাকে মৃত ঘোষণা করেন। তারা বলেন, আমাদের কিছু করার ছিলো না, কারন তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মৃতের বাবা জানায়, ড্রাইভার আশিক এর গাড়িতে হেল্পার হিসেবে কাজ করছিল আমার ছেলে। এ ঘটনার পর থেকে ঐ ট্রাক্টরের ড্রাইভার আশিকের কোন খোঁজ পাওয়া যায়নি।মৃতের বাবা রাজমিস্ত্রী কাজ করে খুব কষ্ট দিন পার করে বলে জানায় এলাকাবাসী।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসা ইন চার্জ (ওসি) এইচ এম জসিম বলেন, আমরা খবর পেয়ে আমাদের আইনগত কাজ শুরু করেছি এবং তা চলমান রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security