সোমবার, জুলাই ১, ২০২৪

জবির একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

যা যা মিস করেছেন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে হলের নতুন নাম দেওয়া হয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল’।

হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার হলের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. দীপিকা রাণী বলেন, ‘বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরই নাম পরিবর্তনের এ উদ্যোগ নিয়েছেন। নাম পরিবর্তন করার জন্য অনেক আগে থেকেই আলোচনা চলছিল।’

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘সিন্ডিকেটের ৯৫তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে নতুন নামফলক লাগানোর কাজও শেষ হয়েছে।

২০২২ সালের ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের উদ্বোধন করা হয়। পরদিন ১৭ মার্চ ছাত্রীদের হলে ওঠানো হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security