বুধবার, জুন ২৬, ২০২৪

নওগাঁর বদলগাছী উপজেলায় গৃহবধূকে বিষ দিয়ে হত্যার অভিযোগ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বারফলা গ্রামের এক গৃহবধূকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে জোর করে
মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগে গৃহবধূর মাতা আজ নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ
একটি অভিযোগ দায়ের করেন। গৃহবধূর মাতার জবানবন্দি গ্রহন করে আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার মামলাটি সংশ্লিষ্ট বদলগাছী থানায়
এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দেন এবং ঘটনাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা
শাখা, (ডি.বি), নওগাঁকে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বাদীর মেয়ে গৃহবধূ রিক্তা বানুর চলতি বছরের ৩০ জানুয়ারি একই গ্রামের ছামদুলের ছেলে পিন্টু রহমানের সাথে বিয়ে হয়। বাদীর মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। বাদীর মেয়ের বিয়ের পর থেকেই
পিন্টু রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল। চলতি বছরের ২৯ এপিল্র ছামদলের ছেলে পিন্টু রহমান,কুরানার ছেলে ছামদুল, ছামদুলের স্ত্রী রওশন আরা, গোলা সোনারের ছেলে বাবুল সোনার যৌতুকের জন্য বাদীর
মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। গৃহবধূর মাতা বদলগাছী থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার
ভারপা্র প্ত কমর্ক র্তা (ও.সি) মামলা গ্রহন করতে অপারগতা প্রকাশ করেন। গৃহবধূর মাতা আইনজীবীর মাধ্যমে
আজ আদালতে হাজির হয়ে নালিশী মামলা দায়ের করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security