রুহুল আমিন,(নীলফামারী)

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার সময় নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ের কার্যালয় সহকারী ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোট রাউতা ফরেস্ট পাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে মো. আবু সুফিয়ান (৪০), বড় রাউতা থানাপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. রাকিউল ইসলাম (৪০), পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া গ্রামের আনছার আলীর ছেলে রিমুন ইসলাম (২৪), মেলা ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. হারুন অর রশিদ (৩০) ও চিলাই পাগলা বাজারের মৃত নুরুল হকের ছেলে মো. দুলু (৩৮)।

মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার(৮ই মে) প্রথম ধাপে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ফলাফল ঘোষণার সময় রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণকক্ষে হামলার ঘটনা ঘটে। এ সময় নির্বাচনের ফলাফল দিতে ব্যাঘাত ঘটে। ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হয়েছেন সরকার ফারহানা আক্তার (২৫)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

Share.
Leave A Reply

Exit mobile version