দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান

নির্বাচনের প্রায় দুই বছর তিন মাস পরে আদালতের রায়ে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেরুরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাগিরপাড়ার গ্রামের মোঃ জামাল মিয়াকে শপথ গ্রহণের মধ্য দিয়ে ইউপি সদস্য বলে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মাননীয় হাইকোর্ট বিভাগের রিটপিটিশন অনুযায়ী ২৮ শে জানুয়ারি ২০২৪ তারিখে আদেশ মোতাবেক নির্বাচন কমিশন উপসচিব মোঃ আতিয়ার রহমান ও মোঃ মিজানুর রহমান এই আদেশ জারি করেন।

বিগত ২০২২ইং সালে ৫ই জানুয়ারি বকশীগঞ্জের ৭নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ইউপি সদস্য হিসেবে মোঃ জালাল মিয়া নলকূপ মার্কায় নির্বাচন করেন অপরপক্ষ মোঃ ফরহাদ হোসেন সাদা কে ওই নির্বাচনে উপস্থিত রিটার্নিং অফিসার বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে ভোটের কারচুপির অভিযোগ এনে মোঃ জামাল মিয়া ২০২২ইং সালের ২০ই জানুয়ারি মাননীয় হাইকোর্ট বিভাগের রিটপিটিশন ও বিজ্ঞ নির্বাচনের আপিল ট্রাইবুনাল জামালপুর মামলা দায়ের করেন। দীর্ঘ দুই বছর তিন মাস পর আদালতের মামলার রায় পেয়ে পুনরায় বিজয়ী হন মোঃ জামাল মিয়া।

বিজ্ঞ মাননীয় হাইকোর্ট বিভাগের রিটপিটিশন আবেদনে মোঃ জামাল মিয়াকে বিজয়ী ঘোষণা করে একটি আদেশ জারি করেন যার ফলশ্রুতিতে ২০২৪ইং সালের ২ই মে (বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিকভাবে বকশীগঞ্জ উপজেলা হলরুমে অহনা জিন্নাত (ইউএনও) শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে মোঃ জামাল মিয়াকে মেরুরচর ইউনিয়নের ইউপি সদস্য পদে জয়ী নির্বাচিত করা হয়।

তৎক্ষণিক মেরুরচর ইউনিয়নের সকল জনগণ তাকে ফুলের মালা পরিয়ে এলাকায় একটি আনন্দ মিছিল করেন। এ ব্যাপারে বিজয়ী ইউপি সদস্য মোঃ জামাল মিয়া আমাদের জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাকে বিজয়ী ঘোষনা করায় সে খুব খুশি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি এলাকায় জনগণের পক্ষে উন্নয়নমূলক কাজ করে এলাকার উন্নতি সাধন করবেন বলে নিজমত ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version