বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের বিরামপুর ইউ এন ও নুজহাত তাসনীম আওন উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুড়ি ন্যাটাশন স্কুল মোড়ে আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকান মালিকদের অর্থিক সহায়তা প্রদান করেছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে যায়। এতে ওই দোকানগুলি ভষ্মিভূত হলে মালিকদের ব্যপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ২৫ এপ্রিল ক্ষতিগ্রস্থ ওই দোকানীদের ডেকে নগদ ৩ হাজার টাকা ও এক বান্ডিল টিন প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান উপস্থিত ছিলেন।