রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি সচেতনতামূলক রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ সহকারী পরিচালক মোঃ মলিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মনির আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার মো লুৎফর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিভিন্ন এনজিও, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version