সোহাগ ইসলাম নীলফামারী:

নীলফামারীতে ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে কেঁচো ও সিমেন্ট রিং বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় জেলা শহরের মানিকের মোড় এলাকায় ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে টুপামারী, পলাশবাড়ী, খোকশাবাড়ি এবং পৌরসভার ১০ জন কৃষকের মাঝে দুইটি করে সিমেন্ট রিং এবং এক কেজি করে কেঁচো দেওয়া হয়।
এতে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নানের উপস্থাপনায় কৃষকদের মাঝে ভার্মিকম্পোস্ট সম্বন্ধে দিকনির্দেশনা প্রদান করেন উপসহকারী কৃষি অফিসার মুশফিকুর রহমান তিনি বলেন,ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করলে উৎপাদন ও ফসলের গুণাগুণ বৃদ্ধি পায়। তুলনামূলকভাবে উৎকৃষ্ট ও বড় আকারের ফল বা সবজি পাওয়া যায়। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, ফলে কেঁচো সার ব্যবহারে সেচের পানি কম লাগে। ক্ষারীয় লবণাক্ত মাটিতেও চাষাবাদ সম্ভব।

Share.
Leave A Reply

Exit mobile version