দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৬ জন চেয়ারম্যান, ১০ জন ভাইস-চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রোববার বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রের বরাতে জানা যায়,
মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ।

ভাইস-চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমীরুল হোসেন চৌধুরী, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের ভাতিজা তুষার আহমদ, সিতার আহমদ, আব্দুল আজিজ ও অমিত হাসান সাজু।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীন রহমান।

রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজমুল হক সেলিম।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু, ব্যবসায়ী মো. আব্দুল হাকিম, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ, বিএনপি নেতা জবলু তালুকদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি।

নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে আগামী ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২রা মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হবে ২১ মে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version