বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে মেয়র পদে শপথ গ্রহণ করেছেন ফখরুজ্জামান মতিন।
গত ৪ঠা এপ্রিল(বৃহস্পতিবার) দুপুর ১২ঃ০০ টায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শপথ গ্রহণ অনুষ্ঠানের শপথ পাঠ করান। গত ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার থেকে প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চারজন প্রার্থীর মধ্যে ফখরুজ্জামান মতিন সর্বোচ্চ ৮৫৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার বাবুল ৭৪২০ ভোট এবং সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সওদাগর ৭৪২০ ভোট পেয়েছেন। এছাড়া, আরেক প্রার্থী মোঃ আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৫ ভোট। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, নির্বাচনে ৬৯. ৯৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনের পরবর্তী সময়ে পরাজিত নিকটতম প্রার্থীরা বিভিন্ন বক্তৃতায় সভা সেমিনারে ভোট কারচুপির অভিযোগ করেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ গ্রহণের মধ্য দিয়ে বকশীগঞ্জে নগর পিতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফখরুজ্জামান মতিন। শপথ নেওয়ার পরে বকশীগঞ্জ এসে পৌরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই আনন্দঘন মুহূর্তে এলাকায় ব্যাপক শোডাউন দেখা যায়। পরবর্তীতে তিনি বকশীগঞ্জ পৌর কার্যালয়ের দায়িত্ব বুঝে নেন।

Share.
Leave A Reply

Exit mobile version