মাহমুদুর রহমান রনি (বরগুনা) :-
বরগুনা পাথরঘাটার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্ট গার্ড বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চ ঘাট, নিশানবাড়িয়া ঘাট, নীলিমা পয়েন্ট, সুনবুনিয়া, কালমেঘা, কাকচিড়া ফেরিঘাট ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৫ লাখ ৯০ হাজার মিটার ব্যবহারকৃত অবৈধ কারেন্ট জল জব্দ করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যায়। ঘটনা স্থান থেকে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড ।
কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, পাথরঘাটা উপজেলা মেরিন ফিশারী অফিসারের সাথে সমন্বয় করে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ধ্বংসে ভবিষ্যতে এরুপ অভিযান অব্যাহত থাকবে।