মনিরুজ্জামান খান পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত নুরুন্নবীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে (১৯ মার্চ) মঙ্গলবার সকালে গ্রামবাসী ও স্বজনরা বিচারের দাবিতে থানা ঘেরাও করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে গ্রামবাসীদের সরিয়ে দিয়ে লাশ নিয়ে নেয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদশী জানায়, ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা নুরুন্নবী মিয়ার সঙ্গে পাশে বাাড়ির গোলজার মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (১৮ মার্চ) সকালে নুরুন্নবী মিয়া বিবাদমান জমিতে নামলে প্রতিপক্ষ গোলজার মিয়া ও তার লোকজন নিয়ে নুরুন্নবী মিয়ার ওপর হামলা চালায়। এতে নুরন্নবী মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে নুরুন্নবী মিয়ার মৃত্যু হয়।

এই খবর বাড়ির লোকজনের কানে পৌঁছেলে নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

পরে লাশ নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এ ব্যাপারে নিহতের ভাই দুলা মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দুইজনকে গ্রেফতার করে।

ফুলছড়ি থানার ওসি রাফিকুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের স্বজন ও গ্রামবাসীরা লাশ নিয়ে থানায় এলে পুলিশের সঙ্গে কথাকাটি হয়। পরে পুলিশ তাদের কাছ থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

Share.
Leave A Reply

Exit mobile version